সংবাদদাতা, গঙ্গাসাগর : আর মাত্র কয়েকদিন পরেই গঙ্গাসাগর মেলা। একদিকে যেমন জোরকদমে চলছে প্রস্তুতি, অন্যদিকে প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৫ জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও ব্যবস্থাপনা পরিদর্শন করবেন। সেইসঙ্গে মুড়িগঙ্গার উপর সেতু নির্মাণের শিলান্যাসও করবেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই এদিন মেলায় পরিবহণ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কলকাতা থেকে কচুবেড়িয়া এবং সেখান থেকে মেলাপ্রাঙ্গণ পর্যন্ত পুণ্যার্থীদের যাতায়াতের জন্য যাবতীয় ব্যবস্থাপনা পরিদর্শন করেন পরিবহণমন্ত্রী।
আরও পড়ুন-‘সবুজ সাথী’ প্রকল্পের ১০ লক্ষ সাইকেল কেনার প্রক্রিয়া শুরু
তাঁর কথায়, এবার গঙ্গাসাগর মেলার পরিবহণে থাকছে ১০০টি লঞ্চ, ২৩টি ভেসেল, ১৩টি বার্জ, ৩টি ওয়াটার অ্যাম্বুল্যান্স, একটি এয়ার অ্যাম্বুল্যান্স। কলকাতার বাবুঘাট কিংবা হাওড়া থেকে লট-৮ পর্যন্ত থাকছে ২৫০০ বাস। এছাড়াও কচুবেড়িয়া থেকে মেলাপ্রাঙ্গণে যাতায়াতের জন্য থাকছে আরও ২৫০টি বাসের ব্যবস্থা। প্রতিবারের মতো থাকছে জমকালো আলোকসজ্জা। অন্যদিকে কপিলমুনির মন্দিরের সামনে যে বাঁধটি ভেঙে গিয়েছিল, তার সংস্কারের কাজও প্রায় শেষের পথে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে আসার আগেই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে তৎপর প্রশাসন। এদিন ফের সেই কাজ খতিয়ে দেখেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার-সহ অন্যরা।

