করোনা সংক্রমণ বাড়াবাড়ি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক নার্স। শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সেই সময় তাঁরই সহকর্মী নার্স ভুল করে তাঁকে ভায়াগ্রা (Viagra) দিয়ে দেন। ঘটে যায় মিরাকল। ২৮ দিন ধরে কোমায় থাকার পরে হঠাৎ করেই তিনি সুস্থ হয়ে ওঠেন। ঘটনাটি ঘটে ব্রিটেনের (Britain) এক হাসপাতালে। সেখানে কোভিড (Covid) রোগীদের মধ্যেই কাজ করতেন মনিকা আলমেইদা নামে ওই নার্স।
আরও পড়ুন-বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় অবশেষে প্রয়াত ত্রিপুরার তৃণমূল নেতা মজিবর ইসলাম
কোভিড রোগীদের শুশ্রুষা করতে গিয়ে তিনি আক্রান্ত হন। অক্সিজেন (Oxygen) লেভেল ক্রমাগত কমে যায়। সঙ্গে নাক দিয়ে রক্ত পড়তে থাকে। একসময় কোমায় চলে যান মনিকা। তাঁকে ওষুধ দিতে গিয়ে ভুল করেই ভায়াগ্রা দিয়ে দেন এক সহকর্মী। আর তাতেই শাপে বর হয়। মনিকার শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত বাড়তে থাকে। চিকিৎসায় সাড়া দিতে থাকেন তিনি। মারাত্মক এই ‘ভুল’ করার জন্য সহকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন মনিকা। তবে করোনা চিকিৎসায় এর আগে আমেরিকায় ভায়গ্রার ব্যবহার করা হয়েছিল। কিন্তু অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় পরবর্তী সময় তা বাতিল করা হয়।