প্রতিবেদন: বছর শেষে তুষারপাত হবে দার্জিলিংয়ে। এমন পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। শৈলশহরে না হলেও মঙ্গলবার সকালে সাদা বরফের আস্তরণে ঢাকল মিরিকের রাস্তাঘাট। ঠান্ডা প্রবল হলেও তুষারপাতের মতো পরিস্থিতি তৈরি হয়নি মিরিকে। এদিন মিরিকের তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি। এই তাপমাত্রায় তো তুষারপাত হওয়ার কথা নয়। তাহলে ওই সাদা আস্তরণ কিসের? জানা গিয়েছে অতিরিক্ত কুয়াশায় নাকি সাদা আস্তরণ তৈরি হয়। তবে হিমাঙ্কের নিচে না এলে কুয়াশাও সেভাবে জমে না।
আরও পড়ুন-সম্পত্তি হাতাতে ৫ বছর বন্দি রাখা হল বৃদ্ধ ও মানসিক অসুস্থ কন্যাকে
এক্ষেত্রে ঠিক কী তা খতিয়ে দেখছেন আবহাওয়াবিদরা। তবে এই আস্তরণ একেবারে বরফের মতোই। বর্ষশেষের এই মুহূর্তে পাহাড়ে প্রচুর পর্যটক রয়েছেন। তাঁরা সকলেই অপেক্ষা করে আছেন তুষারপাতের। কিন্তু সেভাবে তুষারপাতের পরিস্থিতি তৈরি না হলেও সাদা ওই আস্তরণেই দুধের স্বাদ ঘোলে মিটিয়েছেন পর্যটকরা। ওই হালকা বরফ হাতে তুলে নিয়েই আনন্দে মাতেন তাঁরা। তবে হাওয়া অফিস বলছে, দিন কয়েকের মধ্যে দার্জিলিং-সহ বেশ কয়েকটি জায়গায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মিরিকের ওই সাদা আস্তরণের নিয়ে শুরু হয়েছে পরীক্ষা।

