বছরের শেষেও পরিবর্তন নেই নারী সুরক্ষায় ও প্রশাসনের তৎপরতায়। এবার গুরুগ্রামে (Gurugram) নির্জন এলাকায় নিয়ে গিয়ে গাড়ির ভিতরে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। মঙ্গলবার ঘটনার পর চলন্ত গাড়ি থেকে তাঁকে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। ২৫ বছরের ওই মহিলা রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়িতে বলেন তিনি এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন। দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই তিনি বাড়ি ফিরে আসবেন। বন্ধুর বাড়ি থেকে ফিরতে বেশ কিছুটা রাত হয়ে যায় এবং শীতের রাতে রাস্তায় যানবাহনের সংখ্যাও অনেকটা কমে যায়।
আরও পড়ুন-জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে মুখোমুখি দুই ট্রেন, আহত একাধিক
বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে একটি গাড়িতে ওঠেন তিনি। গাড়িটিতে মোট দু’জন ব্যক্তি ছিল। কিন্তু মহিলাকে গন্তব্যে নিয়ে যাওয়ার পরিবর্তে গুরুগ্রাম-ফরিদাবাদ সড়কের দিকে গাড়িটিকে নিয়ে যাওয়া হয়। মহিলা অভিযোগ করেন প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয়েছিল তাঁকে। একটি নির্জন জায়গায় গাড়িটিকে নিয়ে গিয়ে ওই মহিলাকে দুই ব্যক্তি ধর্ষণ করেন। কুয়াশা এবং তীব্র ঠান্ডার ফলে রাস্তায় লোকজন ছিল না তাই মহিলার চিৎকার কেউ শুনতে পাননি। এরপর এসজিএম নগরের রাজা চকের কাছে চলন্ত গাড়ি থেকেই মহিলাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়।
আরও পড়ুন-পঁচিশের শেষদিনে কলকাতার উষ্ণতা ১১ ডিগ্রি!
নিজেকে সামলে কোনওভাবে বাড়িতে যোগাযোগ করেন নির্যাতিতা। এরপরেই পরিবারের লোকজন তাঁকে ফরিদাবাদের একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে রেফার করেন। কিন্তু পরে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

