পারদ পতনের লড়াই, উত্তরকে টেক্কা দক্ষিণের

Must read

প্রতিবেদন : বছর শেষে নিরাশ করেনি শীত। দু-হাত ভরে পৌষের কম্পন অনুভব করার সুযোগ দিচ্ছে আবহাওয়া (Winter update)। বুধবার শহরের পারদ নেমেছিল ১১ ডিগ্রিতে। জেলায় জেলায় রীতিমতো পারদ পতনের প্রতিযোগিতা চলছে। কুয়াশার চাদরে ঢেকে এদিন বেশ দেরিতেই ঘুম ভেঙেছে রাজ্যবাসীর। সবথেকে বেশি কুয়াশার দাপট ছিল পশ্চিম বর্ধমান। মাঝারি মানের কুয়াশা দেখা গিয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। উত্তরের চার জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে। দার্জিলিংয়ে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি এবং তুষারপাতের সতর্কতা রয়েছে। বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়েও। বছরের শুরুর কয়েকদিন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে নতুন একটি পশ্চিমি ঝঞ্ঝার কারণে শুক্রবারের পর তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়লেও বড় কোনও পরিবর্তন হবে না (Winter update)।

আরও পড়ুন- EVM-এ নয় ভোট চুরি হচ্ছে তালিকায়: তোপ অভিষেকের, জ্ঞানেশ কুমারকে বৈঠকের ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ

Latest article