প্রতিবেদন : শহর জুড়ে এখন উৎসবের মরশুম। আর এই উৎসবের মরশুমে উপরি পাওনা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) লেখা গান। দুর্গাপুজো, বাংলা নববর্ষ, বড়দিনের পরে এবার ইংরেজি নববর্ষের আগেও গান লিখে চমক দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ‘হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, টু অল অফ ইউ, অলওয়েজ স্মাইল, ইটস আ জয়ফুল ডে’— মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) লেখা ও সুর-করা এই গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। গানটির ভিডিওতে কলকাতার একাধিক জায়গা দেখানো হয়েছে, যার মধ্যে অবশ্যই রয়েছে পার্ক স্ট্রিট। এছাড়া শিশুদের সঙ্গে কাটানো সময়ের টুকরো ছবিও শেয়ার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু গান নয়, কবিতা, গল্প-সহ ছবিও আঁকতে পছন্দ করেন তিনি। সাম্প্রতিক সময়ে দুর্গাপুজো, কালীপুজোতেও তাঁর লেখা এবং সুর-করা গান মুক্তি পেয়েছে।
আরও পড়ুন- আঙুল নামিয়ে কথা বলুন, আপনি মনোনীত-আমি নির্বাচিত: জ্ঞানেশ কুমারে আচরণের প্রতিবাদে গর্জে উঠলেন অভিষেক

