গঙ্গাসাগরে জোরালো নিরাপত্তা, দফায় দফায় বৈঠক প্রশাসনের

Must read

সংবাদদাতা, গঙ্গাসাগর : আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই গঙ্গাসাগর মেলা (gangasagar mela)। চলতি বছর কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগরে রেকর্ড ভিড়ের আশা করা হচ্ছে। তাই কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে দফায় দফায় বৈঠক করছেন প্রশাসনিক আধিকারিকরা। বুধবার, মেলার নিরাপত্তার কথা জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন দক্ষিণ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরবিন্দ মিনা। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি। সুন্দরবন পুলিশ এসপি কোটেশ্বর রাও। জেলাশাসক জানান, বাবুঘাট থেকে প্রায় ২৫০০ বাসের ব্যবস্থা করা হয়েছে মেলায় আসার জন্য। ভিড় ও পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হবে। ড্রপগেটের ভিড় সামলাতে ট্রাফিক লাইট লাগানো হচ্ছে, যাতে মহাকুম্ভের মতো কোনও দুর্ঘটনা না ঘটে।

২১টি জেটি ঘাট, ৪৫ ভেসেলের ব্যবস্থা করা হয়েছে যা প্রায় ২৫০০ জন শরণার্থী বহন করতে পারবে। ১৬টি বাফার জোন, ৭টি স্যাটেলাইট নেটওয়ার্ক, মেগা কন্ট্রোল রুম, ১২০০সিসি ক্যামেরা, ২০টি ড্রোন, ৫৪ কিলোমিটার পর্যন্ত মেটাল ব্যারিকেড করা হয়েছে। এছাড়াও ২৫০০ জন সিভিল ডিফেন্সের আধিকারিক থাকবেন, ১৮টি ফায়ার ব্রিগেড, ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে। অ্যাক্সিডেন্ট ইন্সুরেন্সের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন- বর্ষবরণে উপরি পাওয়া মুখ্যমন্ত্রীর গান

আগামী ৯ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা (gangasagar mela)। ১৫০টি এনজিও সংস্থা থাকবে। ১০,০০০ ভলেন্টিয়ারকে মোতায়েন করা হবে। ৭টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় ৫টি হাসপাতালকে মজুত রাখা হয়েছে কোনওরকম জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এছাড়াও ১৫,০০০ পুলিশ, স্নিফার ডগ, ১৮০০ ওয়াটার ট্যাংক, ১ কোটি জলের পাউচ, ১০০টি স্ট্রিট লাইটের ব্যবস্থা করেছে প্রশাসন।

Latest article