রাজ্যের নতুন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী

মনোজ পন্থের মুখ্যসচিব পদে মেয়াদ গত জুন মাসেই শেষ হয়েছিল। সেই সময় কেন্দ্রের অনুমতিতে ছ’মাসের জন্য তাঁর মেয়াদ বাড়ানো হয়।

Must read

রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। পশ্চিমবঙ্গের (WestBengal) ইতিহাসে তিনিই প্রথম মহিলা মুখ্যসচিব। বুধবার মুখ্যসচিব পদে মনোজ পন্থের কার্যকালের শেষ দিন ছিল। তাঁর মেয়াদ আর বাড়ানো হয়নি। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এদিন জানানো হয়েছে, এতদিন স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে থাকা নন্দিনী চক্রবর্তীকে নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রসচিব পদে নিযুক্ত করা হয়েছে আইএএস জেপি মিনাকে।

আরও পড়ুন-কমিশনকে হুঁশিয়ারি দেশ বাঁচাও গণমঞ্চের, বৈধ ভোটারদের হেনস্থা বন্ধ না হলে দায়ের জনস্বার্থ মামলা

মনোজ পন্থের মুখ্যসচিব পদে মেয়াদ গত জুন মাসেই শেষ হয়েছিল। সেই সময় কেন্দ্রের অনুমতিতে ছ’মাসের জন্য তাঁর মেয়াদ বাড়ানো হয়। সেই বাড়তি সময়সীমার মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। সূত্রের খবর, ফের মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠানো হলেও তা অনুমোদন পায়নি। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মুখ্যসচিব নিয়োগের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন-১০ প্রশ্নবাণ, নীরব জ্ঞানেশ

এদিকে মুখ্যসচিব পদ ছাড়ার পরেও প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন মনোজ পন্থ। ৩১ ডিসেম্বর নবান্ন থেকে জারি করা পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. মনোজ পন্থকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি মুখ্যসচিব পদমর্যাদায়ই এই দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই পদে বহাল থাকবেন। ফলে একদিকে রাজ্যের শীর্ষ প্রশাসনিক পদে নন্দিনী চক্রবর্তীর অভিষেক, অন্যদিকে মুখ্যমন্ত্রীর দফতরে মুখ্যসচিব স্তরের দায়িত্বে মনোজ পন্থ—এই দু’টি সিদ্ধান্তেই নবান্নের প্রশাসনিক কাঠামোয় নতুন সমীকরণ তৈরি হল বলে মনে করছে প্রশাসনিক মহল।

Latest article