বছরের শেষদিন শৈলশহরে স্পষ্ট দর্শন কাঞ্চনজঙ্ঘার

একদিকে তুষারপাতের পূর্বাভাস। অন্যদিকে রোদ ঝলমলে শৈলশহরে কাঞ্চন দর্শন। সবমিলিয়ে বর্ষশেষে দার্জলিঙে উপভোগ করলেন পর্যটকরা।

Must read

সংবাদদাতা, দার্জিলিঙ: একদিকে তুষারপাতের পূর্বাভাস। অন্যদিকে রোদ ঝলমলে শৈলশহরে কাঞ্চন দর্শন। সবমিলিয়ে বর্ষশেষে দার্জলিঙে উপভোগ করলেন পর্যটকরা। সন্ধে নামতেই ম্যালে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মত। আলোর মালায় সেজে ওঠে পাহাড়। বর্ষবরণের উৎসবে মেতে ওঠেন পর্যটকরা।

আরও পড়ুন-অভিযোগের আঙুল মোদি ঘনিষ্ঠ বিজেপি নেতার দিকে

কাঞ্চনজঙ্ঘা দর্শনে আনন্দে মেতেছেন দেশ-বিদেশ থেকে আসা পর্যটকেরা। তারই সঙ্গে পাহাড়ে তুষারপাতের পূর্বাভাসে নতুন বছরের শুরুতে উত্তরের পাহাড় ও সিকিমে উন্মাদনা তুঙ্গে। বছরের শেষ লগ্নে শৈলরানি দার্জিলিং-সহ গোটা উত্তরবঙ্গ ও সিকিমে পর্যটকের ঢল নেমেছে। দেরিতে শীত পড়লেও এখন জাঁকিয়ে ঠান্ডা শুরু হতেই পাহাড়মুখো হয়েছেন ভ্রমণ পিপাসু বাঙালি থেকে শুরু করে দেশের নানা প্রান্তের মানুষ। এসেছেন বিদেশিরাও। দার্জিলিং, কালিম্পং, সান্দাকফু, টুমলিং, টংলু- প্রায় সর্বত্রই তিল ধারণের জায়গা নেই। দার্জিলিং শহরের অধিকাংশ হোটেল কয়েকদিন ধরেই হাউসফুল। শুধু বড় হোটেল নয়, অফ-বিট এলাকার হোমস্টেগুলিতেও একই ছবি। সন্ধ্যা নামলেই ঠান্ডা উপভোগ করতে গরম দার্জিলিং চা, কফি ও পাহাড়ি মোমোয় মেতে উঠছেন পর্যটকরা। ম্যাল এলাকায় ভিড় চোখে পড়ার মতো, সেলফি ও রিল তৈরিতে ব্যস্ত সকলেই। দার্জিলিং ও সিকিমের হিল স্টেশনগুলিতে দু’-একদিনের মধ্যেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস, গ্যাংটকে ৬.৮ ডিগ্রি।

Latest article