প্রতিবেদন : শীতের দাপটকে হারিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙল সায়েন্স সিটি। ১৯৯৭ সালে তৈরি হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত এই প্রথম ডিসেম্বর মাসে পর্যটক রেকর্ড তৈরি করল। বর্ষশেষে ১০,৯০০ পর্যটক এসেছেন। কিন্তু একটি মাসে পর্যটকের হিসেবের ভিত্তিতে এই ডিসেম্বর রেকর্ড তৈরি করল। সাইন্স সিটির নোডাল মিডিয়া অফিসার পার্থসারথি সাহা জানান, সায়েন্স সিটি তৈরি হওয়ার সময় থেকে এই প্রথম কোনও মাসে এত বেশি পর্যটক এল, তাও এই ঠান্ডায়।
আরও পড়ুন-বছরের শেষদিন শৈলশহরে স্পষ্ট দর্শন কাঞ্চনজঙ্ঘার
তবে পিছিয়ে নেই শহরের বাকি পর্যটন কেন্দ্রগুলো। ৩১ ডিসেম্বর চিড়িয়াখানায় পর্যটকের সংখ্যা ছিল ২৭,৮৪০ জন। এই সংখ্যা খুব একটা কম না হলেও শেষ রবিবারের থেকে কম। সেদিন পর্যটকের সংখ্যা ছিল ৭১ হাজার। বছরের শেষ দিনে চেটেপুটে সমস্ত আনন্দ উপভোগ করল আমজনতা। মিউজিয়াম, পার্ক স্ট্রিট, ইকো পার্ক, নিক্কো পার্কে ছিল থিকথিকে ভিড়। শহর, শহরতলি, গ্রামাঞ্চলের ক্লাব থেকে ডিস্ক, ক্যাফে— চারিদিকে উন্মাদনা। শহরের বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন ছিল। সেন্ট পলস ক্যাথিড্রাল-সহ একাধিক গির্জায় সকাল থেকেই ভিড় জমেছিল। তবে শুধু পর্যটন কেন্দ্র নয় কেকের দোকান এবং চাইনিজ খাবারের স্টলগুলিতেও ছিল বাড়তি ভিড়। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সকলে।

