প্রতিবেদন : কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে নিজেদের বিজ্ঞপ্তি প্রত্যাহার করল শিক্ষা দফতর। ২০১৬ সালে বাতিল হওয়া এসএসসি প্যানেলে যারা ছিলেন তারা সকলে পুরনো চাকরিতে ফিরতে পারবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার কথাও বলা হয়েছিল।
আরও পড়ুন-রেকর্ড ভিড়ের কথা মাথায় রেখে অতিরিক্ত ব্যবস্থাপনা, গঙ্গাসাগর নিয়ে সাংবাদিক বৈঠকে জানালেন জেলাশাসক
কিন্তু ৩১ ডিসেম্বরের মধ্যে তা সম্পন্ন করা সম্ভব নয় বলে ৩১ আগস্ট পর্যন্ত মেয়াদ বৃদ্ধির কথা জানিয়েছিল শিক্ষা দফতর। এবার এই সিদ্ধান্তই প্রত্যাহার করা হল। অর্থাৎ পুরনো চাকরিতে ফেরার জন্য সময়ের মেয়াদ বাড়ছে না। স্কুলশিক্ষা কমিশনার প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে চিঠি দিয়ে ইতিমধ্যেই এই কথা জানিয়েছে। শিক্ষা দফতর সূত্রের খবর, পুরনো কাজে ফিরতে চাওয়া প্রার্থীদের একাংশ আবার এই মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁরা বৈষম্যের অভিযোগ তুলেছেন। প্রসঙ্গত, প্রায় ৪৩০০ বেশি ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাকে ধাপে ধাপে পুরনো কাজের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দফতর।

