তুহিনশুভ্র আগুয়ান, দিঘা: আকাশে বাতাসে উৎসবের মেজাজ। রঙিন আলোর ঝলকানি যেন হাতছানি দিচ্ছে পর্যটকদের। বাঁধভাঙা উচ্ছ্বাস ও সমুদ্রের শীতল হাওয়ার মিষ্টতায় বর্ষবরণের রাতে দিঘা যেন হয়ে উঠল পুরো পার্ক স্ট্রিট! সমুদ্র পাড় থেকে শুরু করে মূল রাস্তা পর্যন্ত আলোর রোশনাই। রাত গড়াতেই হোটেলে হোটেলে নাইট পার্টিতে মেতে উঠলেন পর্যটকেরা। নতুন বছরের প্রথম দিনের আগে থেকেই দিঘা পর্যটকে পরিপূর্ণ। এবছর বাড়তি আকর্ষণ নবনির্মিত জগন্নাথ মন্দির। ডিসেম্বরের শুরু থেকেই লাখ লাখ ভক্ত এসেছেন দিঘায়। বর্ষবরণে সেই ভিড় যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। মন্দিরেও নতুন বছরের প্রথম দিনে বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধে থেকে মন্দিরের প্রবেশদ্বারে ভক্তদের ঢল। দিঘার প্রতিটি হোটেলের তরফে শিল্পীদের দিয়ে নাচগানের ব্যবস্থার পাশাপাশি এলাহি খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। হোটেল ব্যবসায়ীদের দাবি, বর্ষাবরণে পর্যটকদের আনন্দ দিতে বিশেষ প্যাকেজ করা হয়েছে।
আরও পড়ুন-গদ্দারের পাল্টা সভায় রেকর্ড ভিড় কর্মীদের
খাওয়াদাওয়ার পাশাপাশি নাইট পার্টিতে যোগ দিতে পারবেন পর্যটকেরা। উৎসবকে রঙিন করতে মঙ্গলবার থেকে দিঘায় শুরু হয়েছে দুই দিনের বিচ ফেস্টিভ্যাল। সেখানেও সন্ধে থেকে ভিড়। বাইরে থেকে শিল্পীদের নিয়ে আসা হয়। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, পর্যটকদের আনন্দ দিতে আমাদের এই আয়োজন। উৎসবের মাঝে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের তরফ থেকেও বাড়তি সর্তকতা নেওয়া হয়। ড্রোন ও সিসিটিভির মাধ্যমে চলে নজরদারি। পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, বেপরোয়া আচরণের ক্ষেত্রে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সৈকতে কড়া নজরদারি চলছে।

