বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : মা-মাটি-মানুষের স্বার্থরক্ষা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) অভিনব সব উদ্যোগ নিচ্ছেন। রাজ্যের প্রতিটি কোণায় প্রতিটি মানুষের সুখদুঃখ তাঁর নেতৃত্বাধীন এই সরকারের নজরে সর্বদা। তাই রাজ্যের অন্যতম সুন্দর অংশ সবুজঘেরা ডুয়ার্সকে (Dooars) আরও বেশি সুজলা-সুফলা করার লক্ষ্যে নতুন প্রকল্প হাতে নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে ডুয়ার্স জুড়ে পরিত্যক্ত জলাশয় পুনরুদ্ধারের কাজ শুরু হল বুধবার। এই লক্ষ্যে আলিপুরদুয়ার জেলা জুড়ে শুরু হল ‘জলধারিণী ডুয়ার্স’ কর্মসূচি।
জল সংরক্ষণ করে, তার সাহায্যে সেচ থেকে শুরু করে মৎস্যচাষ-সহ নানান কাজের উদ্দেশে মজে যাওয়া জলাশয়গুলোকে ১০০ দিনের কাজের মাধ্যমে সংস্কারের কাজ শুরু করল জেলা প্রশাসন। এদিন জেলার বিভিন্ন ব্লকে একসঙ্গে এই কর্মসূচি শুরু করা হয়। জেলাশাসক নিজে মাদারিহাট ও কালচিনি ব্লকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই বিষয়ে জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, ‘ডুয়ার্সের বিভিন্ন জায়গায় জলের সমস্যা রয়েছে। বিশেষ করে শুখা মরশুমে সেচের জলে টান পড়ে। মৎস্যচাষীরাও সমস্যার সম্মুখীন হন। তাই শুকিয়ে যাওয়া জলাশয়গুলোকে চিহ্নিত করে সেগুলোকে সংস্কার এবং পুনরায় খননের মাধ্যমে পুনরুজ্জীবিত করে তোলার একটি বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।’
আরও পড়ুন: মুজিবরের মরদেহ নিয়ে কাল ত্রিপুরা যাচ্ছেন ব্রাত্য-শান্তনু
প্রথম পর্যায়ে আলিপুরদুয়ার জেলার মজে যাওয়া ১৩টি জলাশয়কে পুনরায় বাঁচিয়ে তোলার কাজ জেলা প্রশাসন করবে। প্রশাসনের আশা, এই কর্মসূচির মধ্যে দিয়ে ডুয়ার্সের (Dooars) কৃষি, মৎস্যচাষের সঙ্গে যুক্ত লোকেরা অনেক উপকৃত হবেন।