কাল বারুইপুরে সভা অভিষেকের

Must read

প্রতিবেদন : পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী কাল ২ জানুয়ারি বারুইপুর থেকে জনসভা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। টানা একমাস ব্যাপী এই কর্মসূচিতে ঝড় তুলতে চলেছেন তিনি। বেশি করে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য ব্রিগেডের আদলে বারুইপুর ফুলতলা সাগর সংঘের মাঠে তৈরি হয়েছে বিশেষ র‍্যাম্প। সভায় উপছে পড়া ভিড়ের কথা মাথায় রেখেই সবরকম ব্যবস্থা রাখা হচ্ছে। ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা ও সুন্দরবন সাংগঠনিক জেলা নিয়ে এই সভা।

আরও পড়ুন- পাটশিল্প নিয়ে কেন্দ্রকে পাল্টা দিল তৃণমূল! চিঠি পাঠিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি

Latest article