রিয়ালের চোটের খাতায় এমবাপেও

Must read

মাদ্রিদ, ১ জানুয়ারি : এমনিতেই লিগে বার্সেলোনার থেকে ৪ পয়েন্ট পিছনে রয়েছে রিয়াল মাদ্রিদ, তার উপর সেরা অস্ত্র কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) চোট পেয়ে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন। বার্সেলোনাকে তাড়া করার ব্যাপারটা এতে নিঃসন্দেহে ধাক্কা খেল।
ক্লাবের এক বার্তায় বলা হয়েছে এমবাপের (Kylian Mbappe) হাঁটুতে টান ধরেছে। কয়েকটি পরীক্ষার পর এটা ধরা পড়েছে। তাঁকে আগামী কয়েকদিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। ফরাসি স্ট্রাইকারের ম্যাচে ফেরার বিষয়টি রিয়াল মাদ্রিদ স্পষ্ট করেনি। কিন্তু শোনা যাচ্ছে অন্তত তিন সপ্তাহ বাইরে কাটাতে হবে। সেক্ষেত্রে রবিবার রিয়াল বেটিসের সঙ্গে এমবাপের খেলার সম্ভাবনা নেই। শীতের ছুটির পর এটা রিয়ালের প্রথম ম্যাচ। এরপর ৮ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপ সেমিফাইনালে তাদের খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। তারপর লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ লেভান্তে ও মোনাকোর বিরুদ্ধে। মঙ্গলবারও দলের প্র্যাকটিস ছিলেন। কিন্তু পরদিন এম আর আই স্ক্যানের রিপোর্টে হাঁটুর চোটের খবর এসেছে। এতে রিয়ালের উদ্বেগ আরও বেড়েছে। ইতিমধ্যেই চোটের খাতায় রয়েছে ডিফেন্ডার দানি কার্বাহাল, এডার মিলিতাও, টেন্ট আলেকজান্ডার আর্নল্ড, মিডফিল্ডার ফ্রেডেরিকো ভালভার্দে ও ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজের নাম।

আরও পড়ুন-বিধ্বংসী ব্রেভিস ও রাদারফোর্ড, জয়ী সৌরভের দল

Latest article