বাংলা শিবিরে হঠাৎ সঞ্জু

Must read

প্রতিবেদন : শুক্রবার অনূর্ধ্ব ১৫ মেয়েদের জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টে অভিযান শুরু করছে বাংলা। ত্রিবান্দ্রমে গতবারের চ্যাম্পিয়ন বাংলার প্রতিপক্ষ বিহার। বৃহস্পতিবার ত্রিবান্দ্রমের সেন্ট জেভিয়ার্স কলেজের মাঠে তারই প্রস্তুতি নিচ্ছিল বাংলার মেয়েরা। হঠাৎ করেই সেখানে হাজির হন সঞ্জু স্যামসন! টিম ইন্ডিয়ার তারকা ওই মাঠে প্র্যাকটিস করছিলেন। সঞ্জুকে (Sanju) পেয়ে আপ্লুত বাংলার ক্রিকেটাররা। আসন্ন টুর্নামেন্টের জন্য বাংলা দলকে শুভেচ্ছা জানান সঞ্জু (Sanju)। সবার সঙ্গে আলাদাভাবে কথা বলে উদ্দীপ্তও করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে রয়েছেন সঞ্জু। জায়গা করে নিয়েছেন টি-২০ বিশ্বকাপ দলেও।

আরও পড়ুন-রিয়ালের চোটের খাতায় এমবাপেও

Latest article