বর্ষবরণের রাতে ট্রাফিক আইন-লঙ্ঘন থেকে বিশৃঙ্খলা পুলিশের জালে ১,৫৬৪

Must read

প্রতিবেদন : বর্ষবরণের রাতে কড়া হাতে শহরের নিরাপত্তা বজায় রাখল লালবাজার। উৎসবের রাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়ানো থেকে বাইক বাহিনীর দৌরাত্ম্য রুখতে বুধবার কোমর বেঁধে শহরের রাজপথে নেমেছিল কলকাতা পুলিশ। রাতভর মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশবাহিনী (Police)। শহরের প্রায় সমস্ত বড় রাস্তাতেই ছিল কড়া নাকা তল্লাশি। সেখানেই একরাতে ট্রাফিক আইন-লঙ্ঘন থেকে বিশৃঙ্খলা-বেলেল্লাপনায় পুলিশের জালে দেড় হাজার! লালবাজার সূত্রে খবর, বুধবার বর্ষবরণের রাতে শহরে ট্রাফিক লঙ্ঘন করায় ১৩০১ জনকে গ্রেফতার করা হয়েছে। আবার রাতের শহরে উচ্ছৃঙ্খলা ও বেলেল্লাপনার অভিযোগে ২৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি, বেআইনি মদ ও মাদকদ্রব্য। দিল্লি বিস্ফোরণের পর থেকেই শহর কলকাতার নিরাপত্তায় বাড়তি জোর দিয়েছে লালবাজার। বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত উৎসবের সপ্তাহে সেই নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছিল। নাকা চেকিংয়ের পাশাপাশি ভিড়ে মিশে ছিল সাদা পোশাকের পুলিশও (Police)। লালবাজারের তরফে জানানো হয়েছে, বর্ষশেষের রাতে ট্রাফিক আইন লঙ্ঘনে মোট ১৩০১টি মামলা হয়েছে। তার মধ্যে হেলমেট ছাড়া বাইক চালানোয় ৪৮০ জনকে ধরা হয়েছে। ট্রিপল রাইডিংয়ের অপরাধে ধরা হয়েছে ২৩৫ জনকে। মদ্যপ অবস্থায় ড্রাইভিংয়ের অপরাধে ধৃত ১৪৯ জন। বেপরোয়া গাড়ি চালানোয় ১৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অপরাধে ধৃত আরও ২৫৯। পাশাপাশি, বর্ষবরণের শহরে নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে ৪ কেজি এবং ১৬.৯৫ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত হয়েছে।

আরও পড়ুন-বছরের প্রথম দিনেই দিঘার জগন্নাথধামে, প্রায় দুই লক্ষ পর্যটক ও ভক্তের ঢল নামল

Latest article