প্রতিবেদন : রাজ্যে করোনা (Coronavirus) সংক্রমণ বাড়ছে লাগামছাড়া ভাবে। প্রশাসনের সর্বোচ্চ স্তরেও থাবা বসিয়েছে ভাইরাস। এই পরিস্থিতিতে ফের একবার ভার্চুয়াল রূপে ফিরছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে নবান্নে বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। প্রশাসনিক সূত্রে খবর, সংক্রমণের লাগাতার ঊর্ধ্বগতির প্রেক্ষিতে রাজ্য মন্ত্রিসভার ওই বৈঠক হবে ভার্চুয়াল। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-সহ কয়েকজন শীর্ষ আধিকারিক বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন। এ ছাড়া, কলকাতার কাছাকাছি কয়েকজন মন্ত্রী থাকবেন। বাকি সব মন্ত্রীই থাকবেন ভার্চুয়ালি। উল্লেখ্য, এর আগে করোনার দ্বিতীয় ঢেউ চলার সময় এইভাবেই ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। ফের একবার সংক্রমণ বাড়ায় আবার একই পথে হাঁটছে নবান্ন। বর্তমানে রাজ্য জুড়েই ক্রমাগত বাড়ছে করোনা (Coronavirus) সংক্রমণ। তবে এটা তৃতীয় ঢেউ কিনা সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে ইতিমধ্যেই। নবান্ন এর মধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্য জুড়ে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। নাইট কার্ফুর সময়সীমাও বাড়ানো হয়েছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার পাশাপাশি আরও কয়েকটি ক্ষেত্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অফিস-কাছারিতে কর্মী হাজিরাও কমিয়ে দেওয়া হয়েছে। আবার বিভিন্ন সরকারি অনুষ্ঠান ভার্চুয়ালি করার সিদ্ধান্ত হয়েছে। এর আগেই প্রতিটি জেলার জেলাশাসকদের করোনা সংক্রান্ত রিপোর্ট তৈরি করতে বলেছিল নবান্ন। সেটা নিয়েও আলোচনা হবে। পাশাপাশি হাসপাতালগুলির পরিকাঠামো সম্পর্কেও আলোচনা হবে। প্রয়োজনে পরিকাঠামো বৃদ্ধির নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব রকমের প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার।