আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা

Must read

প্রতিবেদন : ডিসেম্বরে নিরাশ করেনি শীত (Winter Update)। কিন্তু শীতের এই আমেজ বেশিদিন স্থায়ী হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনের তাপমাত্রা (Winter Update) ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরপর টানা তিন দিন তাপমাত্রা প্রায় একই থাকবে, সেসময় পারদে বড় কোনও পরিবর্তন হবে না। তবে মঙ্গলবার থেকে ফের ঠান্ডার দাপট বাড়তে পারে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবি ও সোমবারও এই জেলাগুলিতে ঘন কুয়াশা থকাবে। এদিকে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরের জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিংছাত্রীকে যৌন হেনস্থা ইন্টার্নের

Latest article