প্রতিবেদন : সংগঠনের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ডাঃ অনিকেত মাহাতো (Aniket Mahato)। বৃহস্পতিবারই সংগঠনের বোর্ড অফ ট্রাস্ট ও ট্রাস্টের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অনিকেত (Aniket Mahato)। এই সিদ্ধান্তের কারণ নিয়ে শুক্রবার আবার ঘটা করে সাংবাদিক বৈঠকও করলেন তিনি। কিন্তু যেসব বেনিয়মের অভিযোগ তুলে তিনি জেডিএফ থেকে সরে দাঁড়িয়েছেন, তা নিয়ে বিশেষ সদুত্তর দিতে পারেননি। আরজি কর-কাণ্ডে ন্যায়বিচারের নামে সাধারণ মানুষের থেকে কোটি-কোটি টাকা তুলে নয়ছয়েরও কোনও হিসেব দিতে পারেননি অনিকেত। ইস্তফাপত্রে অনিকেত লিখেছিলেন, আইনি পরামর্শ উপেক্ষা করে ট্রাস্টের সঙ্গে সুনির্দিষ্ট সম্পর্ক স্থির না করেই যেভাবে এই কমিটি তৈরি করা হচ্ছে, তা সম্পূর্ণ ‘অগণতান্ত্রিক’। এবং এর সঙ্গে নির্যাতিতার জন্য ন্যায়বিচারের দাবিতে আন্দোলনও সঙ্গতিপূর্ণ নয়! কিন্তু এদিনের সাংবাদিক বৈঠকে সেই সংক্রান্ত প্রশ্নেরও কোনওরকম পরিষ্কার উত্তর পাওয়া যায়নি অনিকেতর কাছ থেকে। বরং তাঁর কথাবার্তায় পরিষ্কার হয়েছে, আসলে প্রচারের আলো নিজের দিকে টেনে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই এমন সিদ্ধান্ত। এদিন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিকেত মাহাতো ঘোষণা করেন, সিনিয়র রেসিডেন্ট (এসআর-শিপ) পোস্টিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন- যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিংছাত্রীকে যৌন হেনস্থা ইন্টার্নের

