সার-আতঙ্কে মৃত আরও ২

Must read

প্রতিবেদন : এসআইআর-আতঙ্কে রাজ্যে অব্যাহত সাধারণ নাগরিকের মৃত্যু। বছর ঘুরলেও শেষ হচ্ছে না মৃত্যুমিছিল। এবার ঘটনাস্থল বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের রায়নগর। শুক্রবার সকালে রেললাইনের ধার থেকে দেহ উদ্ধার হল ফুলমালা পাল (৫৭) নামে এক প্রৌঢ়ার দেহ। মৃতের পরিবারের অভিযোগ, খসড়া তালিকায় নাম না থাকার কারণেই আতঙ্কে আত্মঘাতী হয়েছেন তিনি। এদিন সকালে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠায় বর্ধমান জিআরপি। স্বামী ও ছেলে ডাক না পেলেও ৫ জানুয়ারি তাঁকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল৷ এতেই আতঙ্কিত হয়ে পড়েন ওই প্রৌঢ়া। পরিবার বলছে, শুনানিতে ডাক পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন প্রৌঢ়া। সব সময় বলতেন তাঁকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়! স্বামী ও ছেলের নোটিশ না এলেও তাঁর নামে নোটিশ আসায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ফুলমালা পালের মতো একাধিক নাগরিকের মৃত্যুতে ক্রমশ এসআইআর নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে।

আরও পড়ুন- বাংলাদেশি তকমা দিতে যোগীরাজ্যে ‘যন্তরমন্তর’

Latest article