নতুন বছর শুরুতেই সিকিমে তুষারপাত

Must read

সংবাদদাতা, দার্জিলিং : ২০২৬ সালের প্রথম তুষারপাত (Sikkim_Snowfall) ইউংথাং এবং জিরো পয়েন্টের (উত্তর সিকিম) মধ্যে। পর্যটকরা মহানন্দে উপভোগ করছেন প্রকৃতির রূপ। গতকাল গভীর রাত থেকে উত্তর সিকিমে তুষারপাত শুরু হয়েছে, বিশেষ করে ইয়ুংথাং এবং জিরো পয়েন্টের মধ্যে। এটাই সিকিমের তুষারপাতের প্রধান স্থান। তবে তুষারপাতের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক মিনিট। এটাই ছিল নতুন বছরের প্রথম তুষারপাত (Sikkim_Snowfall)। পর্যটকরা যাঁরা সিকিম, বিশেষত গ্যাংটকে যেখানে তুষারপাতের কথা শুনে উত্তরের (জিরো পয়েন্ট) দিকে যেতে শুরু করেন, তাঁরা রাস্তাতেই তুষারপাত দেখতে পান এবং গাড়ি থেকে নেমে তুষারপাত উপভোগ করেন। গত বছর ২ ডিসেম্বর জিরো পয়েন্টে তুষারপাত হয়েছিল কিন্তু সেটা আজকের মতো ছিল না।

আরও পড়ুন: বাংলাদেশি তকমা দিতে যোগীরাজ্যে ‘যন্তরমন্তর’

Latest article