সংবাদদাতা, হাসনাবাদ : গোয়ায় পুলিশ হেফাজতে মৃত এ-রাজ্যের পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতেই মৃতের বাড়ি যান এবং মৃত দেবানন্দ সানার মা ও দিদির সঙ্গে কথা বলেন এবং আর্থিক সাহায্যও করেন। পাশাপাশি দলগতভাবে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পুরো বিষয়টি যাতে তদন্তে উঠে আসে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলার প্রতিশ্রুতি দেন বিধায়ক। পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদ জানান মৃতের পরিবারের সদস্যরা। গোয়ায় কাজ করতে গিয়ে পুলিশ হেফাজতে মৃত্যু হয় হাসনাবাদ রামকৃষ্ণপল্লির বাসিন্দা দেবানন্দ সানার। স্থানীয় পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতা-কর্মীদের সহায়তায় শুক্রবার তাঁর কফিনবন্দি দেহ বাড়িতে আসে। এই ঘটনায় শুধু পরিবার নয়, এলাকার মানুষ শোকস্তব্ধ হয়ে পড়েছেন।
দেবানন্দের পরিবারের এখন একটাই আবেদন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ এবং ছেলের মৃত্যুর ন্যায়বিচার।
আরও পড়ুন- আলিপুরদুয়ারে টার্গেট পাঁচে পাঁচ: জনসভা থেকে বিজেপিকে আনম্যাপ করে দেওয়ার ডাক অভিষেকের

