প্রতিবেদন : বিজেপি-শাসিত ওড়িশা (Odisha) রাজ্যে সেখানকার বিধায়কের সরকারি অফিসে ঢুকে দাদাগিরির সাক্ষী থাকল আশপাশের মানুষজন। ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ায় চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ওড়িশায় (Odisha) রাজনগর ব্লক অফিসে জনা তিরিশ চেলাচামুণ্ডা নিয়ে ঢুকে পড়ে রীতিমতো মারমুখী মেজাজে বিধায়ক ললিতকুমার বেহরা। শুধু তাই নয়, কেন্দ্রপাড়ায় ওই বিডিওর দফতরে হামলা ও ভাঙচুরও চালাচ্ছেন বিধায়ক ও তাঁর দলবল। বিডিও তিলোত্তমা প্রুস্তিকে হুমকি এবং চোটপাট করতে থাকেন ললিত। এমনকী কম্পিউটার তুলে বিডিওকে মারতেও উদ্যত হন। জানা গিয়েছে বিধায়ক বিডিওকে বেআইনি কাজ ও ভুয়ো বিল তৈরি করতে বলেছিলেন। তা না করাতেই দলবল নিয়ে বিডিওর অফিসে তাণ্ডব চালালেন বিধায়ক। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে যান বিডিও। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ডিস্ট্রিক্ট কালেক্টরকে জানানো হয়েছে।
আরও পড়ুন- মৃত পরিযায়ীর পরিবারের পাশে বিধায়ক, দিলেন আর্থিক সাহায্য

