প্রতিবেদন : ভেনেজুয়েলার গৃহযুদ্ধের মধ্যেই শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বোমাবর্ষণ হল। এই হামলার নেপথ্যে আমেরিকা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Venezuela’s Maduro) ও তাঁর স্ত্রীকে বন্দি করা হয়েছে। সস্ত্রীক মাদুরোকে (Venezuela’s Maduro) দেশ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানান, এই মার্কিন হানা প্রতিরোধ করবে ভেনেজুয়েলা।

