ক্ষমা চাইলেই ক্ষমা করে না মানুষ, পাল্টা ‘পরামর্শ’ শিশিরকে

Must read

প্রতিবেদন : শিশির অধিকারীর ‘নাটক’ নিয়ে তাঁকে পালটা জবাব দিল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, শিশির অধিকারী একজন বর্ষীয়ান ও অভিজ্ঞ রাজনীতিক। তাঁর বোঝা উচিত, এই ধরনের নাটক করে ক্ষমা চাইলে মানুষ ক্ষমা করবে না। আপনি কোনও বাধ্যবাধকতা বা পারিবারিক কারণে দলবদল করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন দলনেত্রী ও পরবর্তীকালে মুখ্যমন্ত্রী আপনাকে ও আপনার পরিবারকে কতটা আন্তরিকতার সঙ্গে কাছে টেনে নিয়েছিলেন, নির্ভর করেছিলেন, আপনাকে সাংসদ করেছিলেন, কেন্দ্রে আপনাকে রাষ্ট্রমন্ত্রী করেছিলেন, কীভাবে কাদের আপত্তি সত্ত্বেও তিনি আপনাকে সম্মান দিয়েছিলেন সেটা এভাবে ভুলে যাওয়াটা আপনার মতো অভিজ্ঞ ও অভিভাবকোচিত বয়সের রাজনীতিকের পক্ষে ঠিক হচ্ছে না। এই সস্তা রাজনীতি করাটা তাঁর ঠিক হচ্ছে না। কুণাল আরও বলেন, তৃণমূল থেকে আপনারা পদ পেয়েছেন, সম্মান পেয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, প্রশাসন থেকে সংগঠন, আপনি ও আপনারা নানা পদ পেয়েছেন। মন্ত্রিসভা থেকে পুরসভা, সাংসদের পদ—সব আপনাদের দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেভাবে আপনাদের উপর জেলায় নির্ভর করেছিলেন সবাই জানে। কিন্তু তারপরও আপনি যেভাবে বলছেন তৃণমূলে যাওয়াটা আপনার ভুল হয়েছিল সেটা বোধহয় আপনার মতো অভিজ্ঞ বয়সের রাজনীতিকের পক্ষে মানানসই নয়। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ও বলতে পারেন আপনাদের বিভিন্ন পদ দেওয়াটাও ভুল হয়েছিল।

আরও পড়ুন- কারাকাসে বোমাবর্ষণ বন্দি সস্ত্রীক প্রেসিডেন্ট

Latest article