সংবাদদাতা, আলিপুরদুয়ার : অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে, রূপশ্রীর অনুদান না পাওয়া মহিলা চা-শ্রমিকের কাছ থেকে আবেদনের কাগজপত্র সংগ্রহ করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। মিলা নাগাশিয়ার বাড়িতে গিয়ে, তাঁর বিয়ের ও রূপশ্রীর আবেদনের সমস্ত কাগজ সংগ্রহ করেন সুমন। সেখানে গিয়ে জানতে পারেন, প্রায় দু’বছর আগে প্রশাসন আয়োজিত একটি গণবিবাহের আসরে বিয়ে হয়েছিল মাঝেরডাবরি চা-বাগানের স্বরস্বতী মুন্ডার। সেই সময় কোনও কারণে সরস্বতী রূপশ্রীর অনুদানের ২৫ হাজার টাকা পাননি। শনিবার অভিষেকের সভায় যোগ সরস্বতী তিনি দেখেন, তাঁর পরিচিত মিলা নাগাশিয়া রূপশ্রীর অনুদানের টাকা না পাওয়ার বিষয়টি অভিষেক বন্দোপাধ্যায়ের নজরে আনতে পেরেছেন এবং অভিষেক মিলাকে গ্যারান্টি দিয়েছেন রূপশ্রী অনুদানের টাকা পাইয়ে দেওয়ার। তাতেই সুমন মিলার সঙ্গে যোগাযোগ করেন। সুমন মিলার বাড়িতে গেলে সরস্বতীও তাঁর নিজের বিয়ের কাগজপত্র বিধায়ককে দেন। সুমন জানান, অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে মিলার রূপশ্রী প্রকল্পের আবেদনের কাগজপত্র নিতে এসে আরেকজনেরও একই সমস্যা দেখলাম। দু’জনেরই কাগজপত্র প্রশাসনের কাছে জমা করে দেব। আশা করছি, দ্রুত তাঁরা অনুদানের টাকা পেয়ে যাবেন। শনিবার চা-বাগানে আবার জিতবে বাংলা কর্মসূচি নিয়ে এসেছিলেন অভিষেক। সেখানে চা-শ্রমিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের শেষে জানতে পারেন ঘটনাটা এবং রূপশ্রীর অনুদান পাইয়ে দেওয়ার গ্যারান্টি দিয়ে যান। বিধায়কের তৎপরতায় দুজনই খুশি।
আরও পড়ুন: তৃণমূলের ৪০০ BLA-2-কে সংবর্ধনা, বিধানসভা ভোট উপলক্ষ্যে মন্ত্রীর থিম সং লঞ্চ

