প্রতিবেদন: আইএসএলের মতো আই লিগ নিয়েও অনিশ্চয়তা। বাকি দলগুলির মতো অনুশীলন আপাতত বন্ধ থাকলেও আই লিগের জন্য শেষ মুহূর্তে ভাল ভারতীয় ফুটবলার সই করাচ্ছে ডায়মন্ড হারবার এফসি। অনূর্ধ্ব ২৩ ভারতীয় দলে খেলা প্রতিশ্রুতিমান বাঙালি ফরোয়ার্ড সাহিল হরিজনকে দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে নিল ডায়মন্ড হারবার। জানা গিয়েছে, ২০ বছরের সাহিলের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ক্লাবের।
কোচ কিবু ভিকুনার অধীনে দ্রুত আই লিগের জন্য চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়বে ডায়মন্ড হারবার। এদিকে, আইএসএল নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ক্রিসমাস ও বর্ষবরণের ছুটি কাটিয়ে শনিবার থেকে অনুশীলনে নেমে পড়েছিল মোহনবাগান। ডিসেম্বরের শুরুতে সুপার কাপ ফাইনালে হারের পর দীর্ঘ বিরতি নিয়ে সোমবার প্রস্তুতি শুরু করছে ময়দানের আর এক প্রধান ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবারই শহরে চলে এসেছিলেন কোচ অস্কার ব্রুজো। রবিবার রাতের মধ্যেই লাল-হলুদের (East Bengal) অধিকাংশ ভারতীয় ফুটবলার শহরে পৌঁছে যান। তবে বিদেশিদের মধ্যে অনেকেই প্রথম কয়েকদিনের অনুশীলনে থাকবেন না। কয়েকজনের অনুশীলনে যোগ দিতে দিন দশেক সময় লাগতে পারে। মোহনবাগান অবশ্য চুটিয়ে অনুশীলন করছে। এদিন প্র্যাকটিসে মনবীর সিংদের সঙ্গে দেখা করতে আসেন জামশেদপুর এফসি-র দুই ফুটবলার।
আরও পড়ুন-অভিষেকের দেওয়া কথা রাখতে মিলার বাড়িতে গিয়ে রূপশ্রীর আবেদনপত্র সংগ্রহ বিধায়কের

