দুবাই, ৫ জানুয়ারি : আইসিসি এবার কী করবে? বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট বোর্ডের দাবি মেনে টি ২০ বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেবে? নাকি নির্ধারিত সুচি মেনেই এগিয়ে যাবে? জনা গিয়েছে এখনই বাংলাদেশের দাবি মেনে বিশ্বকাপ সুচি বদলের কোনও সম্ভাবনা নেই।
কেন নেই? শোনা যাচ্ছে, ভারত ও বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট বোর্ডের বিষয় বলে তারা আপাতত এর থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া ভারত এই বিশ্বকাপের অন্যতম আয়োজক। তাই ভারতীয় বোর্ডের বক্তব্যকে আগে গুরুত্ব দিয়ে শোনা হবে বলেও খবর।
ভারতীয় বোর্ডের নির্দেশে বাংলাদেশ ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কেকেআর। এরপরই ঘটনার জল গড়াতে শুরু করেছে। বাংলাদেশ বোর্ড জানিয়ে দেয় তারা ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না। এজন্য তারা আইসিসিকে চিঠিও দিয়েছে। তবে মাঝখানে শনি ও রবিবার পড়ে যাওয়ায় আইসিসি দপ্তর বন্ধ ছিল। ফলে কোনও জবাবি বার্তা এখনও আসেনি।
এখন প্রশ্ন হল আইসিসি কী করবে? জনা গিয়েছে দুই দেশের বিষয় বলে আইসিসি সরাসরি এরমধ্যে ঢুকতে চায় না। তারা পরিস্থিতি দেখবে ও নির্ধারিত সুচি অনুযায়ী এগোনোর চেষ্টা করবে। তাছাড়া ভারত যেহেতু টি ২০ বিশ্বকাপের কো-হোস্ট, তাই এই ইস্যুতে তাদেরই যে বক্তব্য শোনার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে সেটাও তারা মনে করছে।
টি ২০ বিশ্বকাপের গ্রুপ লিগে বাংলাদেশের তিনটি ম্যাচ রয়েছে কলকাতায়। একটি মুম্বইয়ে। তার মধ্যে উদ্বোধনী দিনই ইডেনে বাংলাদেশ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। কলকাতা ও মুম্বইয়ে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি শুরু হয়েছে। চলছে টিকিট বিক্রিও।
আরও পড়ুন-মুস্তাফিজুরের দেশে ২০২৬ আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ হল

