রাজ্য পুলিশের শীর্ষস্তরে একাধিক পদে রদবদল

Must read

প্রতিবেদন : রাজ্য পুলিশের (West Bengal Police) শীর্ষস্তরে বড়সড় রদবদল। একসঙ্গে বদলি ও নতুন দায়িত্বে বসানো হল আইপিএস ও ডব্লিউবিপিএস ক্যাডারের মোট ছাব্বিশ জন আধিকারিককে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ (West Bengal Police) সার্ভিস সেল জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, জনস্বার্থে এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দায়িত্ব গ্রহণের দিন থেকেই তা কার্যকর হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়ালকে রাজ্য সিআইডি-র আইজিপি পদে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে অরিজিৎ সিনহাকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে বহাল রাখা হয়েছে এবং তাঁর উপর জঙ্গলমহল ব্যাটেলিয়নের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কালিম্পংয়ের পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডেকে উত্তরবঙ্গ গোয়েন্দা বিভাগের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া, বিধাননগর, বারাকপুর, চন্দননগর, আসানসোল-দুর্গাপুর, শিলিগুড়ি-সহ একাধিক পুলিশ কমিশনারেট ও জেলায় ডেপুটি কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপারস্তরে রদবদল করা হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেটের কেন্দ্রীয় বিভাগ, সদর দফতর ও ট্রাফিক শাখায় একাধিক আধিকারিকের নতুন নিয়োগ হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটেও গোয়েন্দা ও ট্রাফিক বিভাগে দায়িত্ব বদল করা হয়েছে।

আরও পড়ুন-বাংলাদেশের দাবি নিয়ে ধীরে চলো আইসিসির

Latest article