১৯-এ আসছেন অভিষেক, প্রস্তুতি সভা উত্তর দমদমে

Must read

সংবাদদাতা, নববারাকপুর: ১৯ জানুয়ারি বারাসত কাছারি ময়দানে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। তার আগে সাজ-সাজ রব নববারাকপুর জুড়ে। দফায় দফায় বৈঠক করে নীল নকশা তৈরি করছেন প্রশাসনিক আধিকারিকরা। সোমবার দমদম উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল নববারাকপুরের কৃষ্টি প্রেক্ষাগৃহে। জেলা জুড়ে বিধানসভাভিত্তিক চলছে প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ পার্থ ভৌমিক, কো-অর্ডিনেটর প্রবীর পাল, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, উপপুরপ্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী, নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস-সহ নববারাকপুর এবং উত্তর দমদম পুরসভার বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি, পুর পারিষদ সদস্য ও তৃণমূল নেতৃত্বরা। মূলত এসআইআরের নামে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করা ও বিজেপির চক্রান্তে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে বারাসত কাছারি ময়দানে আসছেন সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)।

আরও পড়ুন-রাজ্য পুলিশের শীর্ষস্তরে একাধিক পদে রদবদল

Latest article