লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলাদের নাকি ঘরে বন্দি করে রাখতে হবে! বিজেপি নেতা কালীপদ সেনগুপ্তের এমন তালিবানি ফতোয়ার জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সাফ কথা, দিদি থাকলে লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করতে পারবে না।
অভিষেক (Abhishek Banerjee) বলেন,”বিজেপির নেতা কালীপদ সেনগুপ্ত লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া মা-বৌদের ঘরে বন্ধ করে রাখার হুমকি দিচ্ছে। কিন্তু দিদি থাকলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করতে পারবে না। আগামী ভোটে যে কটা বিজেপির ছাইপাঁশ পড়ে আছে, ঝেঁটিয়ে বিদেয় করতে হবে। তৃণমূল জিতলে দু-মুঠো ভাত, বিরোধীরা কুপোকাৎ। রিপোর্ট কার্ড নিয়ে আসতে বলুন বিজেপিকে। ভোকাট্টা করে যদি মাঠের বাইরে না পাঠাতে পেরেছি, তা হলে নিজে রাজনীতি ছেড়ে দেব।”
আরও পড়ুন- কপ্টার-উড়ানে বাধা! বাংলাবিরোধী জমিদারদের চক্রান্তকে পরাস্ত করে বীরভূমে গর্জে উঠলেন অভিষেক
বিজেপিকে তুলোধনা করে অভিষেক আরও বলেন,”আগামী নির্বাচন শুধু তৃণমূলকে জেতানোর লড়াই নয়। বাংলার ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। ১৫ বছর তৃণমূল কী করেছে তা উন্নয়নের পাঁচালি হিসেবে প্রকাশ করেছে। বিজেপি কী করেছে? ওদের বলুন রিপোর্ট কার্ড আনতে। ওরা ১১ বছরে কী করেছে! এই BJP লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। ২০২১-এ জেতার পর সব কেন্দ্রীয় সাহায্য বন্ধ করে দিয়েছে।”

