বাংলার আজ মরণ-বাঁচন ম্যাচ

Must read

প্রতিবেদন : বিজয় হাজারে ট্রফির (vijay hazare trophy) কোয়ার্টার ফাইনালে উঠতে হলে বাংলাকে আজ বড় ব্যবধানে জিততে হবে গ্রুপ শীর্ষে থাকা উত্তরপ্রদেশের বিরুদ্ধে। রিঙ্কু সিংরা দুরন্ত ছন্দে রয়েছেন। টানা ছ’টি ম্যাচ দাপটে জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। বাংলার সামনে মরণ-বাঁচন ম্যাচ। রাজকোটে সানোসারা গ্রাউন্ডে রিঙ্কুদের বিরুদ্ধে কঠিন প্রশ্নপত্রের সামনে অভিমন্যু ঈশ্বরণের দল। বাংলা ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে বিদর্ভ। বাংলার থেকে নেট রান রেটে এগিয়ে তারা। বাংলাকে বড় জয়ে তাদের পিছনে ফেলতে হবে। না হলে বিদর্ভকে হারতে হবে অসমের কাছে। তৃতীয় স্থানে থাকা বরোদাও নক আউটের দৌড়ে। গ্রুপের প্রথম দুই দল শেষ আটে যাবে।
টানা তিন জয়ের পর আগের ম্যাচে মহম্মদ সিরাজদের হায়দরাবাদের কাছে ১০৭ রানে হেরেছে বাংলা। বৃহস্পতিবার মহম্মদ শামিদের কাছে কার্যত প্রি-কোয়ার্টার ফাইনাল। প্রথম এগারোয় একটি পরিবর্তন হতে পারে। সকালে টসের আগে পিচ দেখে সিদ্ধান্ত নেবে বঙ্গ টিম ম্যানেজমেন্ট। একান্তই দলে পরিবর্তন হলে মুকেশ কুমারের জায়গায় খেলতে পারেন স্পিনার অঙ্কিত মিশ্র। বঙ্গ থিঙ্ক ট্যাঙ্ক মনে করে, এই পিচে অঙ্কিতের বোলিং কার্যকর হতে পারে।

আরও পড়ুন-যুবভারতীর সংস্কার শুরু, স্বস্তি দুই প্রধানে

Latest article