বৃহস্পতিবার সাতসকালেই কলকাতায় আই-প্যাকের অফিসে ইডি হানা। তার মাঝেই কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। সেখান থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”দলের প্রার্থী তালিকা, হার্ড ডিস্ক ও পার্টির স্ট্রাটেজি সংক্রান্ত নথি চুরি করতেই প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছে ইডি। আইপ্যাকের অফিসে তল্লাশি দুর্ভগ্যজনক। অমিত শাহর নির্দেশে ইডি তল্লাশি। ওরা আমার দলের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করছিল। আমি সেগুলো নিয়ে এসেছি।নোংরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আমার দলের নথিপত্র বাজেয়াপ্ত করাচ্ছেন। আমি প্রতীককে ফোন করেছিলাম। ও আমার দলের ইনচার্জ। ওরা হার্ড ডিস্ক, ফোন সব নিয়ে নিচ্ছিল।’’ এরপরেই তিনি সল্টলেকে আইপ্যাকের দফতরের দিকে রওনা দেন।
আরও পড়ুন-বিজেপি-রাজ্যে বিপন্ন বাঙালি, বাংলাদেশি তকমা দিয়ে ১৪ জনকে পুশব্যাক বাংলাদেশে
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে ভোটকুশলী সংস্থা আইপ্যাক (I-PAC)-এর কর্ণধার প্রতীক জৈন (Prateek Jain)-এর বাড়ি ও দফতরে একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সল্টলেকে আইপ্যাকের দফতর এবং শহরের লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে শুরু হয় তল্লাশি। ইডি সূত্রে খবর, দিল্লিরএকটি পুরনো কয়লা পাচার মামলার ভিত্তিতেই এই অভিযান। প্রতীক জৈনের বাড়ি ছাড়াও পোস্তা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। উল্লেখ্য,২০১৯ সালে এই লাউডন স্ট্রিটে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাংলোয় হানা দিয়েছিল সিবিআই। সেই সময়েও সেখানে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

