“কয়েকটা মাস একটু সহ্য করতে হবে। কাউকে ফেরত যেতে দেব না“ বৃহস্পতিবার, মালদহে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করে এই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি আশ্বাস দেন কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কয়েকটা মাস একটু ধৈর্য ধরের থাকার কথা বলে অভিষেক। একসঙ্গে ডায়মন্ড হারবারের হেল্প লাইন নম্বর এবার মালদহের জন্যেও চালু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও পড়ুন-প্রসূন মুখোপাধ্যায়কে ও তাঁর ছেলেকে এসআইআর নোটিশ
রণসংকল্প যাত্রায় এখন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সভা করেছেন অভিষেক। এখন রয়েছেন মালদহে। এদিন জেলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করেন অভিষেক। বিজেপি ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলায় কথা বলে হেনস্থার শিকার হন বাংলার শ্রমিকরা। এদিন এই বিষয় নিয়ে গর্জে উঠলেন অভিষেক। বলেন, “মালদাও আমার বৃহত্তর পরিবার। কোনও পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে দিলে আইনি সাহায্য করা হবে।“
আরও পড়ুন-”আমি মনে করি এটা অপরাধ,মার্ডার অফ ডেমোক্রেসি’’, আইপ্যাক দফতরে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী
এর পরেই অভিষেকের আশ্বাস, “কয়েকটা মাস একটু সহ্য করতে হবে। কাউকে ফেরত যেতে দেব না“। তাঁদের কর্মসংস্থানের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
নিজের লোকসভা কেন্দ্রের জন্য এক ডাকে অভিষেক কর্মসূচি চালু করেছেন অভিষেক। সেই ফোন নম্বরে অবশ্য সারা বাংলা থেকেই ফোন করা হয়। এবার মালদহের জন্যে সেই হেল্প লাইন নম্বর খুলে দিলেন তৃণমূলের সেনাপতি। ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে সমস্যার কথা জানাতে পারবেন মালদহের মানুষ।

