১৫টির বেশি রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা

বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের অনেকটাই নীচে নেমে গিয়েছে। কোথাও ১ থেকে ১০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করছে।

Must read

উত্তর, উত্তর-পূর্ব, মধ্য ভারতের অধিকাংশ রাজ্যে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে। আবহাওয়া দফতর (weather update) সূত্রে খবর পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, বিহার, ওড়িশা, সিকিম, অসম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজ়োরাম, মণিপুর, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ় এবং উত্তরাখণ্ডে শৈত্যপ্রবাহ চলবে। এছাড়াও দিল্লি, জম্মু-কাশ্মীর এবং চণ্ডীগড়েও সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন-পরিযায়ী শ্রমিকদের আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, চালু হেল্প লাইন

বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের অনেকটাই নীচে নেমে গিয়েছে। কোথাও ১ থেকে ১০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করছে। ইতিমধ্যেই ১৫টির বেশি রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশার দাপটও রয়েছে। মধ্যপ্রদেশের শাহডোলের কল্যাণপুরে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে, রাজস্থানের চার শহরে ন্যূনতম তাপমাত্রা ৫ ডিগ্রির নীচে। ইতিমধ্যেই রাজস্থানের ২৫ জেলায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের তিন শহরে অর্থাৎ পিথোরাগড়ের আদি কৈলাস, রুদ্রপ্রয়াগের কেদারনাথ এবং উত্তরকাশীর যমুনোত্রী ধামের তাপমাত্রা হিমাঙ্কের ২১ ডিগ্রি নীচে নেমে গিয়েছে।

আরও পড়ুন-প্রসূন মুখোপাধ্যায়কে ও তাঁর ছেলেকে এসআইআর নোটিশ

মৌসম ভবন সূত্রে খবর, উত্তরপ্রদেশের বারাণসী, মেরঠ এবং ঝাঁসী-সহ ৩৮ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কানপুর, লখনউ সহ ২৬ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার থেকে পাহাড়ি রাজ্যগুলিতে তুষারপাত বাড়ার সম্ভাবনা প্রবল। প্রসঙ্গত, আগামী শনিবার উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, পঞ্জাব, হরিয়ানায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হরিয়ানার বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দূরপাল্লার ট্রেন ও বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে বেশ কয়েকটি জায়গায়।

 

Latest article