নিজের দেশ সামলান, ট্রাম্পকে কড়া বার্তা শীর্ষনেতা খামেনেইয়ের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়াভাবে এই বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই।

Must read

তেহরান: অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলিয়ে নিজের দেশের দিকে মনোযোগ দিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়াভাবে এই বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। একইসঙ্গে ইরানের বিক্ষোভকারীদেরও সতর্ক করেছেন তিনি। খামেনেইয়ের হুঁশিয়ারি, এই দেশের মধ্যে থেকে কেউ যদি বিদেশি শক্তির হয়ে ভাড়াটে সৈন্যের মতো কাজ করে, তবে তা সহ্য করবে না ইরান।
গত ২৭ ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবসায়ীরা। দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ে সেই ক্ষোভের আঁচ। প্রাথমিকভাবে দেশের আর্থিক অবস্থার প্রতিবাদে বিক্ষোভ চললেও ক্রমে তা রাজনৈতিক মোড় নিয়ে খামেনেইয়ের বিরুদ্ধে সর্বাত্মক বিক্ষোভের চেহারা নেয়। ইতিমধ্যেই সেনা ও পুলিশের সংঘাতে ইরানে ৩৬ জন প্রতিবাদীর মৃত্যু হয়েছে, যা নিয়ে মুখ খুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা চলবে না। যদি ইরান প্রশাসন মানুষ মারতে শুরু করে, তাহলে আমরা তাদের উপর খুব কঠিন আঘাত হানব।

আরও পড়ুন-শীতের পিঠা গন্ধ মিঠা

ট্রাম্পের এই আগ বাড়িয়ে হুঁশিয়ারিকে ভালভাবে নেননি। এর পরই মুখ খুললেন খামেনেই। শুক্রবার তিনি ট্রাম্পের উদ্দেশে বলেন, আপনি নিজের দেশের দিকে মনোযোগ দিন। অন্য দেশের বিষয়ে নাক না গলিয়ে আমেরিকার অভ্যন্তরীণ সমস্যা নিয়ে আপনার ভাবা উচিত। একইসঙ্গে নিজের দেশের বিক্ষোভকারীদেরও সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। শুক্রবার খামেনেই বলেন, বিক্ষোভকারীরা অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করার জন্য নিজেদের দেশে বিশৃঙ্খলা তৈরি করছেন। এর বিরুদ্ধে ইরানি তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। শুক্রবার নিজের বক্তৃতায় দফায় দফায় ট্রাম্পকে আক্রমণ করেছেন খামেনেই। ট্রাম্পকে ‘অহঙ্কারী’ বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর অভিযোগ, মার্কিন প্রেসিডেন্টের হাতে ইরানিদের রক্ত লেগে রয়েছে। খামেনেইয়ের দাবি, ট্রাম্পের পতন হবেই। সেইসঙ্গে খামেনেই বুঝিয়ে দেন, বিক্ষোভ দমনে পিছপা হবে না প্রশাসন।
প্রসঙ্গত, পারস্য রাজবংশের উত্তরসূরি রেজা পাহলভির ডাকে ইসলামিক রিপাবলিক শেষ করার দাবিতে দেশজুড়ে শক্তিশালী আন্দোলন শুরু হয়েছে ইরানে। মার্কিনপন্থী নির্বাসিত যুবরাজের ডাকে রাস্তায় নেমে আমজনতার প্রতিবাদের জেরে ইরান জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে আয়াতোল্লা খামেনেই প্রশাসন।দেশের বাইরে ফোন করাও নিষিদ্ধ। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের কাছে সাহায্য চেয়েছেন পাহালভি। সমাজমাধ্যমে একটি পোস্ট করে যুবরাজ পাহলভি খামেনেই প্রশাসনকে তোপ দেগে লেখেন, কয়েক লক্ষ ইরানবাসী আজ স্বাধীনতা চেয়ে মিছিল করেছেন। তার জবাব দিতে প্রশাসন ইরানে যোগাযোগের সমস্ত মাধ্যম বিচ্ছিন্ন করে দমনপীড়নের পথে হাঁটছে।

Latest article