দলের নির্দেশে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ

Must read

তৃণমূল কংগ্রেসের নির্দেশে কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। তিনি জানান, “অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আপাতত দলের সাংগঠনিক বিষয়ের দিকে বাড়তি গুরুত্ব দিতে। সেই নির্দেশ মেনেই এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

কোচবিহারের নয়টি বিধানসভায় সব আসনেই যাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে সেজন্যই আপাতত রবীন্দ্রনাথ ঘোষ দলীয় সাংগঠনিক কাজে নিজেকে ব্যস্ত রাখবেন বলে জানিয়েছেন। প্রায় মাস দুয়েক আগে রাজ্যের তরফ থেকে রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তখন অবশ্য রবীন্দ্রনাথ ঘোষ তাঁর পদ থেকে পদত্যাগ করতে রাজি হননি। তবে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটলো।

আরও পড়ুন- অভিষেকের মুখে সুজাতার ভোট পরীক্ষার প্রসঙ্গ, বাঁকুড়ায় রণ সংকল্প সভা থেকে বড় বার্তা

শনিবার রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) লিখিতভাবে জেলা প্রশাসনের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে পরবর্তী কোচবিহার পুরসভার চেয়ারম্যান কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শনিবার উন্নয়নের সংলাপ কর্মসূচী হয়েছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। সেই কর্মসূচীতে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। কর্মসূচী শেষে তিনি সাংবাদিক দের এই সিদ্ধান্তের কথা জানান।

Latest article