রাশিয়া, চিনকে গ্রিনল্যান্ড দখল করার সুযোগ দেওয়া যাবে না। আর সেই কারণে তড়িঘড়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড (Donald Trump_Greenland) দখল করার কথা ভাবছেন। গ্রিনল্যান্ড রক্ষা করতেই নাকি এই পরিকল্পনা শুক্রবার জানিয়েছেন ট্রাম্প। সূত্রের খবর, গ্রিনল্যান্ডের সব মিলিয়ে ৫৭ হাজার মানুষ বসবাস করেন। তাঁদের প্রত্যেককে ১০ হাজার থেকে ১ লাখ ডলার করে দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা করছেন মার্কিন আধিকারিকেরা।
গ্রিনল্যান্ড (Donald Trump_Greenland) দখল করা কঠিক হোক বা সহজ কাজটা করবেই বলে মনস্থির করেছেন ট্রাম্প। জানিয়েছেন, রাশিয়া ও চিনের নৌবহর গ্রিনল্যান্ড ঘিরে রেখেছে। কিন্তু এমন দাবির সপক্ষে কোনও প্রমাণ তিনি দেখাননি। তাঁর বক্তব্য, “আমি চিনবাসীকে ভালোবাসি। রাশিয়ানদেরও ভালোবাসি। কিন্তু আমি তাঁদের প্রতিবেশী হিসেবে গ্রিনল্যান্ডে দেখতে চাই না। ন্যাটোকেও এটা বুঝতে হবে।” ন্যাটোর সদস্য দেশগুলির মধ্যে কানাডা এবং মুখ্য ইউরোপীয় দেশগুলির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, একমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডই এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রাখলেন ন্যাটকেও।
আরও পড়ুন- পশ্চিমবঙ্গের ভোটার তালিকার SIR তদারকির জন্য আরও ৪ বিশেষ রোল অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের
ট্রাম্প আরও জানিয়েছেন,”দেশগুলির মালিকানা থাকতেই হবে। আপনি মালিকানা রক্ষা করবেন, ইজারা রক্ষা করবেন না। এবং আমাদের গ্রিনল্যান্ড রক্ষা করতে হবে।” এদিন তিনি সাফ জানিয়েছেন, কোনও ধরনের ইজারা এক্ষেত্রে কাম্য নয়, তা সে ৯ বছরের হোক বা ১০০ বছরের। ইতিমধ্যেই গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিমে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। আসলে ডেনমার্কের সঙ্গে যে চুক্তি রয়েছে ট্রাম্পের দেশের, সেই চুক্তি অনুযায়ী ইচ্ছামতো সেনা সেখানে মোতায়েন করতে পারে হোয়াইট হাউস। এদিকে গ্রিনল্যান্ডের ‘অভিভাবক’ ডেনমার্ক জানিয়েছে, তারা গ্রিনল্যান্ড বিক্রি করতে চায় না।

