প্রতিবেদন : মানুষের হেনস্তা, পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) সমস্যা ও আরও কয়েকটি দাবিদাওয়া নিয়ে শনিবার বিকেলে ফের নির্বাচন কমিশনের সিইও দফতরে ডেপুটেশন জমা দিল তৃণমূল কংগ্রেস। এদিন বিকেলে সিইও দফতরে গিয়ে তাঁর হাতে ডেপুটেশন তুলে দেন তৃণমূলের ৫ প্রতিনিধি। ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, চার মন্ত্রী শশী পাঁজা, পুলক রায়, বীরবাহা হাঁসদা ও শিউলি সাহা। সিইও-র সঙ্গে দেখা করে বাইরে এসে পার্থ ভৌমিক বলেন, কমিশন সার্কুলার দেওয়ার পরও দেখা যাচ্ছে, বেশ কিছু বয়স্ক, অসুস্থ মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে।
আরও পড়ুন- মেডিক্যাল এমার্জেন্সি মহাকাশে! নির্ধারিত সময়ের আগেই পৃথিবীতে ফিরছেন নভশ্চররা
এই হেনস্থা অবিলম্বে বন্ধ করা দরকার। লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে সেগুলোকে অবিলম্বে বিএলও বা এইআরও পর্যায়ে মিটিয়ে ফেলার আবেদন জানান তাঁরা। একইসঙ্গে বিদেশে কর্মরত ও বিদেশে যাঁরা পড়াশোনা করছেন তাঁদের শুনানিতে ছাড় দিলেও পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) জন্য এখনও কোনো সার্কুলার জারি করেনি কমিশন। এখনও কেন তা করা হল না এই বিষয়টি অবিলম্বে বিবেচনা করার দাবি জানান তৃণমূলের প্রতিনিধিরা।

