সংবাদদাতা, মুকুটমণিপুর : অভিনব দৃশ্যের সাক্ষী থাকল বাঁকুড়ার মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র। এলাকার মানুষজনের পাশাপাশি পর্যটকেরাও উপভোগ করলেন একটি ব্যতিক্রমী প্রতিযোগিতা। মুকুটমণিপুর মেলা উপলক্ষে খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে শনিবার কংসাবতী জলাধারের জলে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে ঘিরে প্রতিযোগী থেকে সাধারণ দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
আরও পড়ুন-রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড গরিব মানুষের বড় ভরসা : পরমব্রত
জলাধারের বুকে প্রতিযোগিতা চলাকালীন যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সে জন্য খাতড়া মহকুমা বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। খাতড়া মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুটি রাউন্ডে অনুষ্ঠিত এই নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৫০টি নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকায় দুজন করে প্রতিযোগী ছিলেন। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে ২৫টি করে নৌকা অংশ নেয়। দুই রাউন্ড মিলিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়ার মহকুমা শাসক শুভম মৌর্য-সহ প্রশাসন কর্তারা। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পর্যটকদের আকৃষ্ট করতেই এই প্রতিযোগিতার আয়োজন। গত বছরেও নৌকা বাইচের আয়োজন হয়েছিল এবং সে সময়েও বিপুল উৎসাহ দেখা গিয়েছিল। মুকুটমণিপুর মেলাকে কেন্দ্র করে এবছরও তাই সেই ধারাবাহিকতা বজায় রাখা হল। নৌকাচালকদের মধ্যেও ছিল উদ্দীপনা। অংশগ্রহণকারী নৌচালকরা জানান, এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে ভাল লাগছে। ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা হলে তাঁরা অংশগ্রহণে আগ্রহী।

