চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

ভারত সরকারের কূটনৈতিক তৎপরতা এবং বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপে শনিবার তাঁরা দিল্লিতে ফিরেছেন বলে জানা গিয়েছে।

Must read

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের (Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭ জন ভারতীয় যুবককে উদ্ধার করে ফিরিয়ে আনা হল ভারতে। ভারত সরকারের কূটনৈতিক তৎপরতা এবং বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপে শনিবার তাঁরা দিল্লিতে ফিরেছেন বলে জানা গিয়েছে। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার ওই যুবকদের থাইল্যান্ডে ভাল বেতনের চাকরির টোপ দিয়ে পাচারকারী এজেন্টরা নিয়ে যায়। এরপরেই অভিযোগ ওঠে, সেখানে পৌঁছনোর পরে তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। এখানেই শেষ নয়, জোর করে মায়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে তাঁদের সাইবার জালিয়াতির কাজ করতে বাধ্য করা হয়। কাজ করতে না চাইলে তাঁদের শারীরিক নির্যাতনের ভয় দেখানো হত বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-পাখিদের পাঠশালা

ঘটনাটি জানাজানি হওয়ার পরেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে জরুরি ভিত্তিতে চিঠি পাঠান। ইয়াঙ্গুনের ভারতীয় দূতাবাস মায়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করে। পরিস্থিতির জটিলতা সত্ত্বেও ভারত সরকারের চাপে যুবকদের উদ্ধার করা হয়। তাঁদের পরিবার সূত্রে খবর, গত কয়েক সপ্তাহ ধরে খুব অল্প সময়ের জন্য তাঁদের সঙ্গে ফোনে কথা হত। তাঁরা কোথায় আছে বা কেমন আছে, কিছুই জানা যেত না। তাই পরিবারের সকলেই বেশ চিন্তায় ছিল।

আরও পড়ুন-কেন ওদের হিন্দুত্ববাদী আগ্রাসনে বিবেকানন্দই ঢাল আমাদের?

এমতাবস্থায় ভারত সরকারের পক্ষ থেকে কড়া সতর্কতা জারি করা হয়েছে। কোনও অবৈধ এজেন্টের মাধ্যমে বিদেশে চাকরির প্রস্তাব গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া আন্তর্জাতিক মানব পাচার চক্রের সূত্র খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Latest article