ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শন করলেন অভিষেক

রবিবার ফলতার হরিণডাঙা বিডিও অফিসের মাঠে সেবাশ্রয়-২ মডেল ক্যাম্প পরির্দশন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত চিকিৎসা পরিষেবায় উপকৃত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষ। মহেশতলা, মেটিয়াবুরুজ, বজবজ, বিষ্ণুপুর, সাতগাছিয়ার পর এবার ফলতা বিধানসভা কেন্দ্রেও চলছে সেবাশ্রয় শিবির। রবিবার ফলতার হরিণডাঙা বিডিও অফিসের মাঠে সেবাশ্রয়-২ মডেল ক্যাম্প পরির্দশন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-সার-চাপে বিএলও আত্মঘাতী, জখম

উদ্বেলিত আমজনতার ভালবাসায় ভেসে সৌজন্য বিনিময় করেন অভিষেক। ক্যাম্পে ঢোকার আগেই রাস্তার ধারে জনতার ভিড়ে দাঁড়িয়ে থাকা চিকিৎসার জন্য আসা এক চলচ্ছক্তিহীন বৃদ্ধাকে দেখতে পেয়ে দায়িত্ব নিয়ে তাঁকে নিজের গাড়িতে করে শিবির পর্যন্ত পৌঁছে দেন সাংসদ। নিজে হাতে শয্যাশায়ী বৃদ্ধা রোগীকে অক্সিজেনের নল লাগিয়ে দেন। বিরল রোগে আক্রান্ত কিশোরের ক্রন্দনরতা মাকে শিশুর আরোগ্য কামনায় আশ্বস্ত করেন। শনিবার পর্যন্ত সেবাশ্রয়-২ শিবিরে উপকৃত মানুষের সংখ্যা ২,০৬,৭৮৬ জন।

Latest article