জ্বলছে বিজেপি-রাজ্য ত্রিপুরা, জারি কারফিউ

ঘটনার সূত্রপাত শনিবার সকালে। উনকোটি ও ফটিকরায় পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগে যায়।

Must read

আগরতলা : বিজেপি শাসিত ত্রিপুরায় প্রশাসনিক ব্যর্থতা প্রকট হয়ে উঠছে ক্রমশই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েই চলেছে। একের পর এক অপ্রীতিকর ঘটনাতেই তা স্পষ্ট হয়ে উঠছে। এবার দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল ত্রিপুরার উনকোটি এলাকা। সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর মিলেছে। ভাঙচুর করা হয়েছে একাধিক ঘরবাড়ি। হয়েছে অগ্নিসংযোগও। পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি বাড়ি এবং গাড়ি। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। জারি করা হয় ১৬৩ ধারাও। তাতেও কাজ না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপাতত বেশ কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১০ জনকে।

আরও পড়ুন-ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শন করলেন অভিষেক

ঘটনার সূত্রপাত শনিবার সকালে। উনকোটি ও ফটিকরায় পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগে যায়। এক গাড়ি চালকের কাছে চাঁদা চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। এরপরই শুরু হয় বাকবিতণ্ডা যা অল্প সময়ের মধ্যেই গড়ায় হাতাহাতিতে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়।

Latest article