প্রতিবেদন : এসআইআর আবহে এখনও রাজ্যে বিএলওদের মৃত্যুমিছিল অব্যাহত। কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে অসম্ভব চাপের মধ্যে কাজ করতে বাধ্য করা হচ্ছে তাঁদের। সবকিছু দেখেশুনেও সমস্ত দায় ঝেড়ে ফেলছে নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
আরও পড়ুন-জ্বলছে বিজেপি-রাজ্য ত্রিপুরা, জারি কারফিউ
তাই বিএলও মৃত্যুর ঘটনায় কমিশনের নীরবতার জবাব চেয়ে রবিবার ফের পথে নামল বিএলও অধিকার রক্ষা কমিটি। আর কতদিন বিজেপির দালালি করে যাবে নির্বাচন কমিশন? প্রশ্ন তুলে এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভে বিএলও ও তাঁদের সহকর্মীরা। বিক্ষোভ-প্রতিবাদে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিএলওরা। তাঁদের দাবি, বিজেপির দালালি করার জন্য এভাবে এসআইআর-এর বোঝা বাংলার মানুষের উপর, বিএলও-দের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।

