মিলনমেলায় আজ ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে সভায় অভিষেক

ডিজিটাল দুনিয়ায় সেনা নামাতে নতুন কর্মসূচি চালু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : বাংলা আজ বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল দুনিয়ায় সেনা নামাতে নতুন কর্মসূচি চালু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-সিইও দফতরে বিএলও-বিক্ষোভ

আজ, সোমবার কলকাতার মিলনমেলায় তৃণমূল কংগ্রেসের সেই ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বিশেষ সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে যাঁরা দলের হয়ে সর্বাত্মকভাবে ডিজিটাল মিডিয়ায় লড়াই করছেন তাঁদের সঙ্গে বসে নির্বাচনী রণনীতি নিয়েও দিকনির্দেশিকা দেবেন তিনি। বাংলায় উন্নয়নের যে দিশা মুখ্যমন্ত্রী দিয়েছেন, তার প্রচারে কীভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, তা নিয়ে বার্তা দেবেন অভিষেক। মা-মাটি মানুষ সরকারের দেড় দশকের রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সেইসঙ্গে বাংলাবিদ্বেষী বিজেপির চেহারাও সামনে নিয়ে আসতে হবে। বিজেপিকে হারাতে যে বিষয়গুলিতে বেশি গুরুত্ব দিতে হবে ডিজিটাল যোদ্ধাদের তা এই বিশেষ সভা থেকে জানাবেন অভিষেক।
বিজেপির মিথ্যাচারের মোকাবিলায় আসন্ন বিধানসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়া ও দলের সমর্থক ডিজিটাল যোদ্ধাদের বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এদিনের বৈঠক থেকে বিজেপির আইটি সেলের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার নিয়ে লড়াইয়ের বিশেষ ‘স্ট্যাটেজি’ ঠিক করে দেবেন অভিষেক। সেইমতো দলের ডিজিটাল যোদ্ধাদের প্রশিক্ষণও দেওয়া হবে। স্বামীজির জন্মদিনে উত্তর কলকাতায় একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পর ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন অভিষেক।

Latest article