বিজেপি-শিন্ডের ইস্তাহারেও বাংলাবিদ্বেষ

রবিবার মুম্বইয়ের পুরভোটের আগে বিজেপি-শিন্ডেসেনার নির্বাচনী ইস্তাহারে বিশেষ জোর দেওয়া হয়েছে মুম্বইকে বাংলাদেশি এবং রোহিঙ্গামুক্ত করা প্রতিশ্রুতিতে।

Must read

মুম্বই : নেই কোনও সুনির্দিষ্ট উন্নয়নের প্রকল্প, নেই সমাজকল্যাণমূলক প্রকল্পের রূপরেখাও। আছে শুধুই বাংলাদেশি তকমা দিয়ে বাংলাভাষীদের আরও নির্যাতনের চক্রন্তের প্রতিফলন। রবিবার মুম্বইয়ের পুরভোটের আগে বিজেপি-শিন্ডেসেনার নির্বাচনী ইস্তাহারে বিশেষ জোর দেওয়া হয়েছে মুম্বইকে বাংলাদেশি এবং রোহিঙ্গামুক্ত করা প্রতিশ্রুতিতে। আগামী ১৫ জানুয়ারি দেশের বৃহত্তম পুরসভা বৃহন্মুম্বই পুরনিগমের নির্বা়চন।

আরও পড়ুন-মোদির গুজরাতেই চোরাশিকার মন্দিরে ৩৭টি বাঘছাল, ১৩৩টি নখ-দাঁত

রবিবার ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে স্পষ্ট জানালেন, মুম্বইকে বাংলাদেশি আর রোহিঙ্গামুক্ত করাই আমাদের অগ্রাধিকার। বম্বে আইআইটির সহায়তায় এমন একটি এআই টুল বানানো হচ্ছে যা দিয়ে চিহ্নিত করা যাবে বাংলাদেশিদের। বিজেপি-শিন্ডে শিবসেনার কথাতেই স্পষ্ট, বাংলাদেশির তকমা লাগিয়ে বাংলাভাষীদের নির্যাতনের বৃহৎ চক্রান্তে নেমেছেন তারা। নির্বাচনের মুখে উসকে দেওয়া হচ্ছে বাংলাবিদ্বেষ।

Latest article