মোদির আয়ুষ্মান ভারত, নাকাল হচ্ছেন রোগীরা

বিজেপি শীর্ষ নেতৃত্ব আয়ুষ্মান ভারত নিয়ে গালভরা কথা বললেও বাস্তবে এই প্রকল্প মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। নাকাল হতে হচ্ছে আমজনতাকে।

Must read

নয়াদিল্লি: বিজেপি শীর্ষ নেতৃত্ব আয়ুষ্মান ভারত নিয়ে গালভরা কথা বললেও বাস্তবে এই প্রকল্প মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। নাকাল হতে হচ্ছে আমজনতাকে। রাজধানী দিল্লি সংলগ্ন নয়ডা এবং গাজিয়াবাদে এমনই ঘটনা সামনে উঠে এসেছে। একাধিক হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধে পেতে নাকাল হতে হয়েছে রোগীর পরিবারকে। নয়ডার প্রথম সারির সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করিয়ে রোগীর চিকিৎসার শুরুর পরে পরিবারের লোকজন আয়ুষ্মান ভারতের কার্ড দিয়ে পেমেন্ট দিতে গিয়ে জানতে পারেন এই সুবিধা তিনি পাবেন না। কারণ হাসপাতালটি আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে যুক্ত নয়। ক্যাশলেশ পেমেন্ট-এর সুবিধা পাবে এই কথা ভেবেই হাসপাতালে ভর্তি করে নাকাল হয়ে হয়। স্বাভাবিকভাবে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। কোনও উপায় না দেখে সোশ্যাল মিডিয়ায় এই তথ্য পোস্ট করেন রোগীর পরিবারের লোকজন। খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। ক্ষোভ উগরে দেয় রোগীর পরিবার নিজেদের সমস্যা কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও কোনও সুরাহা হয় না। শেষে সংবাদমাধ্যমের সাহায্য নেয় রোগীর পরিবার। যদিও এহেন সরকারি প্রকল্পকে নামে যে মিথ্যাচার চলছে তা নিয়ে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক দায়সারা ভাবে বলেন, যে সমস্ত হাসপাতাল আয়ুষ্মান ভারতে সূচিবদ্ধ তারা ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবে।

আরও পড়ুন-অভিবাসন কর্তার গুলিতে মৃত্যু মহিলার লাখো জনতা পথে নামল ট্রাম্পের বিরুদ্ধে

যদিও মোদির স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত নিয়ে আগেই প্রশ্ন তুলেছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। চিকিৎসার প্যাকেজে কম অর্থ বরাদ্দ রাখা, টাকা মেটাতে দেরি, টাকা মেলার জটিল প্রক্রিয়া—এই সব প্রশ্ন তুলে আইএমএ-র দাবি, এমন জটিলতার কারণেই দেশের হাসপাতালগুলির আর্থিক পরিস্থিতিতে সংকট নেমে আসছে। পাশাপাশি, তথ্যের অধিকার আইনে সরকারের জবাব অনুযায়ী, এই প্রকল্পে হাসপাতালগুলি প্রাপ্য দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ২১ হাজার কোটি টাকা। আইএমএ এও জানিয়েছিল আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চিকিৎসা করা হলে তাদের কম টাকা মেলে, তা-ও আবার দেরিতে। এছাড়া, চিকিৎসা করার পর টাকা মেলার প্রক্রিয়াও বেশ জটিল। এর ফলে হাসপাতালগুলির আর্থিক সমস্যা তৈরি হচ্ছে বলেই সর্বভারতীয় চিকিৎসক সংগঠনটি অভিযোগ তোলে।

Latest article