অসুস্থ পুণ্যার্থীকে উদ্ধার করে কলকাতার হাসপাতলে, চলতি বছর গঙ্গাসাগর মেলায় প্রথম এয়ারলিফট

Must read

গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) শুরু হয়েছে আগেই৷ দেশ-বিদেশ থেকে বহু তীর্থযাত্রী ভিড় জমিয়েছেন সাগরে। এরমধ্যে গঙ্গাসাগর মেলায় এসে অসুস্থ হয়ে পড়লেন উত্তরপ্রদেশের এক পুণ্যার্থী ৷ তাঁকে জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য হেলিকপ্টারের মাধ্যমে এয়ারলিফ্ট করে নিয়ে আসা হল কলকাতায়।

অসুস্থ ব্যক্তির বয়স ৬৪ বছর। তাঁর আরও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। হ্যাম রেডিও তাঁর আত্মীয়দের খুঁজে বার করার চেষ্টা করছে। ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) থেকে প্রথম গুরুতর রোগীকে দ্রুত আকাশপথে স্থানান্তরের ঘটনাটি ঘটল সোমবার।

আরও পড়ুন: স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন অভিষেকের

উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা সন্তলালের নাক দিয়ে আচমকা রক্তপাতের সমস্যা ধরা পড়ার পর দ্রুত আকাশপথে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে আসা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে এই হাসপাতালে হাসপাতালে রেফার করা হয়েছে।

এই দ্রুত চিকিৎসা পরিষেবা বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ গঙ্গাসাগর মেলার জরুরি প্রস্তুতির বিষয়টিকেই তুলে ধরে। রিয়েল টাইম চিকিৎসা পর্যবেক্ষণ থেকে শুরু করে মাঠ পর্যায়ের স্বাস্থ্য ইউনিট, এয়ারলিফ্ট পরিষেবা এবং টার্শিয়ারি হাসপাতালগুলির মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয় পর্যন্ত, রাজ্য প্রশাসন কোনো বিলম্ব না করে কাজ করছে।

দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানান, “গঙ্গাসাগর মেলার জন্য তিনটি ওয়াটার অ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে৷ পুণ্যার্থীদের জন্য পাঁটটি অস্থায়ী হাসপাতাল করা হয়েছে। যে সকল তীর্থযাত্রীরা গঙ্গাসাগর মেলাতে এসে অসুস্থ হয়ে পড়ছেন তাঁদেরকে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। চিকিৎসা পরিষেবা উন্নত করা হয়েছে। পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগরের চিকিৎসা পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে।”

Latest article