রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্নের (Nabanna) সাংবাদিক বৈঠক থেকে তাঁর বার্তা, নিয়ম না মানলে কড়া পদক্ষেপ করবে প্রশাসন। তিনি জানান, আন্তঃরাজ্য সীমানায় RTPCR টেস্ট করতেই হবে। মুখ্যমন্ত্রী বলেন, করোনার তৃতীয় ঢেউ প্রাণঘাতী নয়। কিন্তু খুব দ্রুত ছড়াচ্ছে। রাজ্যে ৪৫ হাজার ৪১৭ জন করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি ২ হাজার ৯২০ জন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। “আমরা ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ০৭ জনকে টিকা দিতে পেরেছি।”
আরও পড়ুন-হাইপেসিয়া, পৃথিবীর প্রথম মহিলা গণিতবিদ
এছাড়াও রাজ্যবাসীকে করোনা সংক্রমণ রোধে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। বলেন, “মাস্ক (Mask) পরতেই হবে। হ্যান্ডগ্লাভস বা স্যানিটাইজার ব্যবহার করতেই হবে। মেয়েরা চুল ঢাকুন। ছেলেরা টুপি পরুন। মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, হেডস্কার্ফ মাস্ট। প্রশাসন জোর করে মাস্ক পরাতে পারবে না। নিজেদের সচেতন হতে হবে। এটা নিজে বাঁচতে করতে হবে।” বাজার থেকে ফিরে জামা-কাপড় বদলে, হাত পা ধুয়ে নিন। বাজার থেকে আনা জিনিসপত্র ধুয়ে রাখুন- পরামর্শ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী বলেন, “ট্রেন বন্ধ করলে বলবে বন্ধ করে দিয়েছি। এগোলেও দোষ, পিছোলেও দোষ। মানুষকে ফেস করতে হচ্ছে।” তিনি জানান, করোনা (Corona) বাড়লে আরও বিধিনিষেধ জারি করতে পারে সরকার। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক করোনা আক্রান্ত। এদিন করোনা আক্রান্তদের জন্য দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।